ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালি ভ্রমণের স্বপ্ন? ভিসার জন্য যা যা প্রয়োজন

২০২৪ এপ্রিল ০৯ ১৬:১৬:১৬
ইতালি ভ্রমণের স্বপ্ন? ভিসার জন্য যা যা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক : ইতালি ইউরোপীয় ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প-সংস্কৃতির এক অনন্য তীর্থস্থান। রোম শহরকে ঘিরে গড়ে উঠেছে দেশটির জনপদ। প্রাচীন রোম ছিল শিক্ষার অগ্রভাগে।

প্রাচীন সভ্যতা ও আধুনিকতার পাশাপাশি মনোরম সমুদ্র সৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালার সমন্বয়ে গঠিত ইতালি এককথায় মনোমুগ্ধকর। ভ্রমণপিপাসুদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের মধ্যে এই দেশ অন্যতম আকর্ষণীয়।

দেশটিতে ভ্রমণে প্রতিবছর ২ কোটি পর্যটক সমাগম হয়। সব ধরনের বিদেশ ভ্রমণের জন্য প্রথম শর্ত হলো বৈধ ভিসা। ইতালি ভ্রমণের শেনজেন ভিসা পাওয়া গেলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরও ২৫টি দেশ ঘোরা যায়।

ভিসার জন্য যা যা দরকার-

১. এন্ট্রি ভিসা এপ্লিকেশন ফর্ম

২. বর্তমান সময়ে তোলা দুটো পাসপোর্ট সাইজের ছবি

৩. পাসপোর্ট

৪. রিটার্ন সহ এয়ার টিকেট বুকিং

৫. ব্যাংক স্টেটমেন্ট

৬. সোস্যাল এবং প্রোফেশনাল স্ট্যাটাস এর সাপোর্টিং ডকুমেন্টস

৭. ভ্রমণ স্বাস্থ্য বীমা

৮. দুবাই রেসিডেন্সি পারমিট কপি

৯. কাভার লেটার ও ইটিনারি

১০. চাকরির নিয়োগপত্র, এনওসি (যদি প্রয়োজন হয়)

কেউ যদি আগে শেনজেন ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এর ফটোকপি জমা দিতে হবে। ভিসার জন্য আবেদনপত্রে উল্লেখ করা সময় থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত ১৮০ দিন বেশি থাকা চাই।

পাসপোর্টে অন্তত দুটি পেজ ফাঁকা থাকতে হবে। ভিসা ফি ৭৪৬০ টাকা। ৬ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে ভিসা ফি ৫২১০ টাকা। সর্বোপরি আবেদনপত্র সঠিক ও যথাযথভাবে পূরণ করতে হবে। তাহলেই ভিসার আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকে না।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে