ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দেশের মতো আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

২০২৪ এপ্রিল ০৪ ২২:১৩:৩৯
দেশের মতো আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রঙিন বাংলাদেশী পাঞ্জাবির বাজার। দেশের মতো বিদেশেও জমে উঠেছে ঈদের বাজার। বাজারে এখন ক্রেতাদের ভিড়।

প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও তাদের পছন্দের পোশাক কিনতে বাংলাদেশি মালিকানাধীন দোকানে যান।

আমিরাতে ৯ এপ্রিল শেষ হবে ৩০ রোজা। ওই দিন সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ১০ এপ্রিল (শুক্রবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০ অথবা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতের বিভিন্ন শপিং মলে গিয়ে দেখা যায়, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির পাশাপাশি বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি, চাহিদাও বেড়েছে।

দেশের মতোই প্রবাসী বাংলাদেশিরা কেনাকাটার জন্য এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন। ঈদকে সামনে রেখে আমিরাতের বিভিন্ন মার্কেটে পাঞ্জাবির স্টল সাজানো হয়েছে।

নতুন নকশায় রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব দুবাইয়ের বিভিন্ন মার্কেট ক্রেতাদের নজর কাড়ছে।

এদিকে বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয়কর্মীরা জানিয়েছেন, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে বাহারি পাঞ্জাবি।

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। বাংলাদেশি কমিউনিটি নেতারা মনে করেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের এ ধারা অব্যাহত থাকলে আমিরাতের বিভিন্ন শপিং মলে বাংলাদেশি পণ্যের সমাগম ঘটবে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে