ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি!

২০২৪ এপ্রিল ০৪ ১০:৩৭:৫০
জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক : বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মানিতে ২০ হাজার হাতির সেনাবাহিনী পাঠানোর হুমকি দিয়েছেন। হান্টিং ট্রফি আমদানিতে বিধিনিষেধ আরোপের কথা চিন্তা-ভাবনা করায় তার এমন হুমকি বলে জানা গেছে।

পূর্ব আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশ্বের মোট হাতির এক-তৃতীয়াংশের বাস। সংখ্যার হিসাবে যা এক লাখ ৩০ হাজারের বেশি। তাই যুগের পর যুগ ধরে দেশটি ট্রফি হান্টিংয়ের চারণভূমিতে পরিণত হয়েছে।

হান্টিং প্রতিযোগিতা শেষে এসব ট্রফির বেশির ভাগ যায় ইউরোপের দেশ জার্মানিতে। খবর বিবিসি’র।

তবে এখন এসব ট্রফি আমদানিতে কড়াকড়ি আরোপের কথা ভাবছে জার্মান প্রশাসন। আর এতেই জার্মানির ওপর চটেছেন বতসোয়ানার প্রেসিডেন্ট।

শুধু কি তাই, রেগেমেগে জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়ে বসেছেন তিনি।

বিনোদনের নামে বন্যপ্রাণী শিকারের প্রথা ট্রফি হান্টিং নামে পরিচিত। ট্রফি শিকারিরা সাধারণত বন্যপ্রাণীর শরীরের বিভিন্ন অংশ, যেমন- মাথা, চামড়া, শিং ও দাঁত ইত্যাদি, সংগ্রহ করে পরে নিজেদের বীরত্ব ও সফলতার প্রতীক হিসেবে প্রদর্শন করেন।

এক্ষেত্রে তাদের কাছে শিকারের জন্য আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গণ্ডার বেশি জনপ্রিয়।

চলতি বছরের শুরুতে এসব হান্টিং ট্রফি আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপের কথা চিন্তা-ভাবনা করার কথা জানায় জার্মানির পরিবেশ মন্ত্রণালয়।

এ বিষয়ে বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মান সংবাদপত্র বিল্ডকে বলেন, জার্মানি এমন পদক্ষেপ নিলে তা বতসোয়ানদের ভোগাবে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে