ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির ইফতার

২০২৪ এপ্রিল ০৪ ১০:০৯:২১
সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির ইফতার

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরের তামান জুরং এলাকার দৃষ্টি নন্দন আশিয়াকিরীন মসজিদে প্রবাসীদের নিয়ে রোববার (৩১ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বসবাসরত প্রায় ১৬০০ প্রবাসী বাংলাদেশি। তাদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা পায়।

এসময় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি পরিবারবর্গের পাশাপাশি সিঙ্গাপুরে বিভিন্ন ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনের কোষাধ্যক্ষ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট জিল্লুর রহমান সিদ্দিকী এবং জেনারেল সেক্রেটারি সুব্রত সাহা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলাম এনডিসি, সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি, সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এছাড়া, আরো উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, কাউন্সিল মেম্বার এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

এছাড়া মুসলিম স্কলার, আহমেদ ফারিটজ বিন মোহাম্মদ হাইরুদিন অতিথি হিসেবে ইফতার মাহফিলে সবার উদ্দেশে বক্তব্য রাখেন।

‘আওয়ার কমিউনিটি, মাই রেসপনসিবিলিটি’ এই স্লোগান নিয়ে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরের বুকে বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন শ্রেণির ভলান্টিয়াররা উল্লেখযোগ্য অবদান রেখেছে।

দোয়া ও মোনাজাত , ইফতার শেষে সিঙ্গাপুরে সবার সঙ্গে কুশলাদি বিনিময় শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পাশে থেকে সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে