ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালিতে ইসলামিক ট্যালেন্ট শো-ফাইনাল ৬ এপ্রিল

২০২৪ এপ্রিল ০৩ ১০:৪৩:১৪
ইতালিতে ইসলামিক ট্যালেন্ট শো-ফাইনাল ৬ এপ্রিল

প্রবাস ডেস্ক : ইতালিতে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মকে ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে শিশু-কিশোরদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো-২০২৪ চলছে। আগামী শনিবার (০৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোমে এক সংবাদ সম্মেলনে আয়োজক ন্যাশনাল কাফের কর্ণধার জানান, তিন শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে ৬০ জন ট্যালেন্ট প্রতিযোগী ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। টানটান উত্তেজনাময় এ প্রতিযোগিতা শুরু হবে রমজান থেকে। পবিত্র কোরআনের জ্ঞানে পারদর্শিতা প্রদর্শনের শেষে প্রান্তে নির্বাচিত হবেন সেরা তিনজন।

ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো এর পরিচালক মো. আফজাল হোসেন রোমান বলেন, ইউরোপে বেড়ে ওঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতির দিকে আকৃষ্ট করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি ইতালির অন্যান্য শহরেও এই শো আয়োজনের কথা ভাবছেন বলেও জানান।

ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই আয়োজনে রোমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

গত ২৩ মার্চ রোমের একটি হলরুমে চূড়ান্ত বাছাই পর্বে বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে নির্বাচিত ইয়েসকার্ড বিজয়ী তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামি সংগীত এই দুইটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক মোট তিনটি গ্রুপে চলছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিচারকার্যের দায়িত্বে রয়েছেন ইতালির বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বরেণ্য ইসলামিক স্কলার ও শিক্ষকরা।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে