ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আমিরাতে বাংলাদেশসহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৩০০ শিশু-কিশোর

২০২৪ এপ্রিল ০২ ২০:১৫:০৬
আমিরাতে বাংলাদেশসহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৩০০ শিশু-কিশোর

প্রবাস ডেস্ক : কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়াচ্ছেন। তারা এসব প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সারাবিশ্বে নিজ দেশের নাম উজ্জল করছেন।

বিশ্ব দরবারে বাংলাদেশকে এভাবে পরিচিত করায় বিজয়ী হাফেজদের প্রতি বেড়ে গেছে দেশের সর্বস্তরের জনগণের আন্তরিকতা ও ভালোবাসা। ভবিষ্যতে বাংলাদেশের নাম আরো উজ্জল করতে দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার জন্য উপযুক্ত প্রতিযোগি গড়ে তুলতে সবাইকে আহবান জানানো হয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত তেলওয়াতে কোরআন প্রতিযোগিতার সমাপনীতে এ আহবান জানান বক্তারা।

রবিবার আজমানের একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার ইয়াকুব সুনিক।

তরিকুল ইসলাম শামীম ও মোহাম্মদ ইসমাইলের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর, শাহাদাত হোসাইন, রাজা মল্লিক, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, এম এ কুদ্দুস খা মজনু, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম রুপু সহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এ প্রতিযোগিতা চলছে। ২০২০ এবং ২১ সালে করোনা থাকায় স্থগিত হলেও ধারাবাহিক এ অনুষ্ঠান আগামি দিনেও অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের।

এ বছর আমিরাতের ৭টি প্রদেশ থেকে ৩০০ জন প্রতিযোগি অংশ নিয়েছিলো। ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছ। এবারের প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিল আমিরাত সংবাদ, ইয়াকুব সুনিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্পোর্টস ক্লাব।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে