ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

চলে গেলেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ

২০২৪ মার্চ ১৮ ২২:০৪:৪৬
চলে গেলেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ

নিজস্ব প্রতিবেদক : চলে গেলেন চাইম ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি।

এদিন সন্ধ্যায় গ্রীন রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করার পরপরই সংজ্ঞা হারান খালিদ।

অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন গায়ক ও সাউন্ড ইঞ্জিনিয়ার দূরে। তিনিসহ গীতিকার ও সুরকার তানভীর তারেক শিল্পী খালিদের মৃত্যু সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন খালিদ।

আজ রাতেই তাঁকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে আগামীকাল মঙ্গলবার তাঁর দাফন সম্পন্ন হবে।

পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন খালিদ। কয়েক মাস আগে স্ত্রীসহ দেশে আসেন তিনি। ১৯৮৩ সাল থেকে ব্যান্ড চাইমে গাইছেন খালিদ।

তাঁর গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলো—‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ ইত্যাদি।

শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে