ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

রমজানের আলোয় ঝলমল করছে জার্মানি

২০২৪ মার্চ ১৫ ১৬:৪২:০৫
রমজানের আলোয় ঝলমল করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে করা হয়েছে আলোকসজ্জা। অর্ধচন্দ্র এবং তারা ইত্যাদি নানা আকৃতির আলো এবং ‘হ্যাপি রমজান’ লেখা সজ্জাদ্রব্য দিয়ে সাজানো হয়েছে জার্মানির বইমেলার শহর, সংস্কৃতির শহর, মেধা ও মননের শহর ফ্রাংকফুর্টকে। খবর ইয়াহু নিউজের।

ফ্রাংকফুর্ট বিশ্বের অন্যতম বিখ্যাত শহর। রোববার সন্ধ্যা থেকেই অর্ধচন্দ্র এবং তারা ইত্যাদি নানা আকৃতির আলো, লণ্ঠন এবং ‘হ্যাপি রমজান’ লেখা সজ্জাদ্রব্য দিয়ে আলোকিত ও সাজানো হয়েছে জার্মানির অন্যতম শ্রেষ্ঠ এই শহর।

মধ্য জার্মানির ফ্রাংকফুর্ট শহরে নানা ধর্মের মানুষের বাস। শহরটিতে প্রায় লাখ দেড়েক মুসলমানের বসবাস। তারা এখানকার মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

যে শহরে আছেন, সেখানে রমজানের আলোর সজ্জা দেখে স্বভাবতই খুশি হয়েছেন তারা। শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

শহরের রাস্তায় সন্ধ্যার পরে এই আলোকসজ্জা দেখতে অনেকেই ভিড় করছেন। তারা দলবেঁধে ওই আলোর নিচে দাঁড়িয়ে ছবিও তুলছেন। পুরো রমজান মাসজুড়ে এই আলোকসজ্জা থাকবে জার্মানিতে।

ফ্রাংকফুর্টে সিটি কাউন্সিলের এক নেতা জানান, রমজান মুসলমানদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও নানা সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়টি শেখায় এই রমজান। আমাদের এটা ভেবেই খুব ভালো লাগছে যে, রমজান মাসে আমাদের এই শহরে আলোকসজ্জার মধ্য দিয়ে শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়াতে পারছি আমরা।

সিটি কাউন্সিলের মেয়র বলেন, এই আলো বৈষম্যের বিরুদ্ধে, মুসলিমবিরোধী ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যের আলো।

শেয়ারনিউজ, ১৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে