ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

হজে চিকিৎসার নতুন যুগ: সৌদি আরবের ড্রোন প্রযুক্তি

২০২৪ মার্চ ১৫ ১১:১০:১২
হজে চিকিৎসার নতুন যুগ: সৌদি আরবের ড্রোন প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : হাজিদের চিকিৎসায় বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। চলতি বছরের হজ মৌসুমে হজযাত্রীদের চিকিৎসার জন্য ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৪ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজের মৌসুমে চিকিৎসার জন্য ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। মূলত হাজিদের রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজে এ ড্রোন ব্যবহার করা হবে।

দেশটির সংবাদমাধ্যম আখবার২৪ জানিয়েছে, ড্রোনগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করা হবে। এগুলোর মাধ্যমে মিনা ও আরাফাতের ময়দানের আশপাশের হাসপাতালে রক্ত ও ল্যাবের নমুনা সংগ্রহ করা হবে। চলতি বছরের আসন্ন বার্ষিক হজের মৌসুমে এগুলোকে ব্যবহার করা হবে।

এর আগে, ২০২৩ সালে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে সৌদি পোস্টের মাধ্যমে মক্কার আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে রক্ত পরিবহনের কার্যক্রম পরিচালনা করে। হাজিদের দ্রুত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়।

উন্নত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে পরীক্ষামূলক ওই সেবায় ইতিবাচতক সংকেত পেয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া হজের সময়ের ব্যাপক জটের মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায়ও এটি সহায়ক ভূমিকা পালন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের ফলে রক্ত ল্যাবে পৌঁছাতে মাত্র দুই মিনিটের মতো সময় লাগছে। যেখানে স্বাভাবিক ব্যবস্থায় এ জন্য অন্তত আড়াই ঘণ্টা ব্যয় করতে হতো।

শেয়ারনিউজ, ১৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে