ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুখোমুখি বাইডেন ট্রাম্প

২০২৪ মার্চ ১৩ ১৬:০৯:২৫
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুখোমুখি বাইডেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। দেশটির ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে নিজেদের দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আর রিপাবলিকানদের থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনের মনোনয়নের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিপাবলিকানরদের পক্ষ থেকে নিজের মনোনয়োন চূড়ান্ত করেছেন। এই মনোনয়নের জন্য এক হাজার ২১৫ ডেলিগেট নিশ্চিত করেছেন তিনি।

জর্জিয়াসহ চার অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে প্রতিনিধিদের সমর্থন পাওয়ার মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে তার বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ফল পাল্টে দেওয়ার অভিযোগ রয়েছে।

মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন জো বাইডেন। ৮১ বছর বয়সে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৭ বছর।

মনোনয়ন নিশ্চিত করার পর একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমরা কি গণতন্ত্র রক্ষা করব এবং ঘুরে দাঁড়াব না কি অন্যদের তা ভেঙে দিতে দেব তা দেশের ভবিষ্যৎ ভোটাররাই ঠিক করবেন। আমরা কী আমাদের স্বাধীনতা বাছাই করার ও রক্ষা করার অধিকার ফিরিয়ে নেব না কি চরমপন্থিদের তা কেড়ে নিতে দেব?

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, জয় উদযাপনের কোনো সুযোগ নেই। এ সময় তিনি বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তাকে পরাজিত করতে মনোযোগ দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

শেয়ারনিউজ ১৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে