ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সবচেয়ে দীর্ঘ ও কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে

২০২৪ মার্চ ১১ ১৮:৪১:৪২
সবচেয়ে দীর্ঘ ও কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। তবে ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে উপবাসের সময় একেক দেশে একেক রকম।

এই রমজানে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দীর্ঘতম সময় রোজা রাখতে হবে। সেখানে ১৭ ঘন্টা ২৬ মিনিটের উপবাস থাকতে হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, নরডিক দেশ আইসল্যান্ডের রোজাদাররাও দীর্ঘ সময় রোজা থাকবেন। সেখানে ১৭ ঘণ্টা ২৫ মিনিট রোজা রাখতে হবে তাদের। ফিনল্যান্ডের বাসিন্দাদের উপবাস করতে হবে ১৭ ঘণ্টা ৯ মিনিট।

এবারের রমজানের বাংলাদেশে সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে বলে জানা গেছে।

তবে এবার নিউজিল্যান্ডে রোজা রাখার সময় হবে সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবে।

লাতিন আমেরিকার দেশ চিলির মুসলিমদের ১২ ঘণ্টা ৪৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং উরুগুয়েতে ১২ ঘন্টা ৪৭ মিনিট রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা গড়ে রোজা রাখবে ১২ ঘন্টা, ৪৮ মিনিট।

শেয়ারনিউজ, ১১ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে