ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিএটিবিসি’র বাজার মূলধন

এক দিনেই কমেছে ২১০০ কোটি টাকা

২০২৪ মার্চ ০৫ ০৮:৪৮:৪৮
এক দিনেই কমেছে ২১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ সাড়ে ৭ শতাংশ শেয়ারদর কমেছে। এরফলে কোম্পানিটি ২ হাজার ১০০ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটির ফ্লোর প্রাইস ছিল ৫১৮ টাকা ৭০ পয়সা। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ৭.৫০ শতাংশ কমতে পারে। কমেছেও তাই। একদিনে কোম্পানিটির শেয়ারদর ৫১৮ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭৯ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটির শেয়ারদর কমার ফলে কোম্পানিটির বাজার মূলধন ২ হাজার ১০০ কোটি টাকা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০৯ কোটি টাকায়।

এদিকে, বিএটিবিসি’র শেয়ারদর কমার ফলে একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ২৬.৯০ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০৬ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে