ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরবে কর্মীদের সুখবর আসছে

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ০৭:৩৬:৩২
সৌদি আরবে কর্মীদের সুখবর আসছে

প্রবাস : চলতি বছর কর্মীদের বেতন বাড়াতে পারে সৌদি আরব। কর্মীদের নূন্যতম ৬ শতাংশ বেতন বাড়তে পারে। গালফ নিউজ এই খবর দিয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের ভিশন অনুযায়ী সৌদি কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে অভিজ্ঞদের গুরুত্ব দিচ্ছে।

এরই অংশ হিসেবে দেশটি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চাইছে এবং হাইড্রোকার্বন কমানোর ঘোষণা দিয়েছে।

কর্মী নিয়োগ বিশেষজ্ঞ কুপার ফিচ বলেন, সৌদি আরব উন্নয়নের দিকে ব্যাপকভাব নজর দিয়েছে। ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে তারা নিওম শহর গড়ে তুলছে।

সৌদি আরবের অর্থমন্ত্রণালয় ২০২৪ সালের বাজেট বিবৃতিতে জানিয়েছে, গত বছর তারা বেসরকারি খাতে ১১ লাখ ২ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করেছে।

এক ট্রিলিয়ন ডলারর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এসব কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

এছাড়া সৌদি আরব কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়িয়েছে। ২০২৩ সালে দেশটি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ২৩ শতাংশ বাড়িয়েছে।

২০৩০ সালের মধ্যে এটিকে তারা ৩০ শতাংশে উন্নিত করতে চায়।

শেয়ারনিউজ, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে