ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শুটিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৫:৩০:৪২
শুটিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অসুস্থ বোধ করেন তিনি।

এ সময় কলকাতায় ‘শাস্ত্রী’ সিনেমায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সূত্রে এ খবর জানা গেছে।

জানা গেছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন মিঠুন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত বছর পূজায় মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন মিঠুন। এর মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থাতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করছেন।

শেয়ারনিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে