ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের এক ধাপ উন্নতি

২০২৪ ফেব্রুয়ারি ১০ ০৭:০৬:০৬
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের এক ধাপ উন্নতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক ধাপ উন্নতি হয়েছে। কোম্পানিটির শেয়ার ‘বি’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডোরদের ১০ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের ৬ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তাই ‘বি’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে কোম্পানিটির শেয়ার উন্নীত করা হয়েছে। আগামী রোববার থেকে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটেগরির অধীনে লেনদেন শুরু হবে।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আর ৩০ জুন ২০২৩ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪১ পয়সা।

এছাড়া ওই সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা এবং শেয়ার প্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৯ পয়সা।

২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা সাত কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে ৩১.৬৫ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, ৮.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৫৯.৯৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।

শেয়ারনিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে