ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর প্রাইসে থাকছে যেসব কোম্পানির শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ২১:৪২:৫৫
ফ্লোর প্রাইসে থাকছে যেসব কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) আরও ৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নিলো শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাকি আর ৬টি প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস বহাল থাকছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সই করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে।

ফ্লোর প্রাইস তুলে দেওয়া ৬ কোম্পানি হলো- আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি-বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।

কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা, ওরিয়ন ফার্মার শেয়ার আগামীকাল বুধবার (০৭ ফেব্রুয়ারি) থেকেই ফ্লোর প্রাইস ছাড়া লেনদেন করবে।

অন্যদিকে, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি-বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা ডিসেম্বর ক্লোজিং বিধায় কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণার পর রেকর্ড ডেটের পরের কর্মদিবস থেকে ফ্লোর প্রাইস ব্যতিরেকে লেনদেন করবে।

অপরদিকে, ফ্লোর প্রাইস বহাল থাকা ৬ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ৬টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বলবৎ থাকবে।

শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে