ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

ইপিএস বৃদ্ধির ইতিবাচক প্রভাব ৫ কোম্পানিতে

২০২৪ জানুয়ারি ৩১ ১৭:৩৫:৩৪
ইপিএস বৃদ্ধির ইতিবাচক প্রভাব ৫ কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিতে।

কোম্পানি ৫টি হলো- ফারকেমিক্যাল, ইভিন্স টেক্সটাইল, মালেক স্পিনিং, সাহয়াম কটন এবং সায়হাম টেক্সটাইল।

ডিএসই সূত্রে জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে এই ৫ কোম্পানির আয় বেড়েছে। এর ফলে কোম্পানিগুলো আজ ডিএসইর দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে।

কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফার কেমিক্যালস। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ১০ পয়সা। অর্থাৎ কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

আজ ডিএসইর দর বৃদ্ধির ষষ্ঠ স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলের দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি যার পরিমাণ ছিল ১০ পয়সা।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ২৬ পয়সা। থেকে অর্থাৎ কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

আজ ডিএসইর দর বৃদ্ধির অষ্টম স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি যার লোকসানের পরিমাণ ছিল ৫৪ পয়সা।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি আয় ছিল ৬৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।আজ ডিএসইর দর বৃদ্ধির নবম স্থানে থাকা সায়হাম কটনের দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি যার পরিমাণ ছিল ৪ পয়সা।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি আয় ছিল ৪০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় বেড়েছে।

আজ ডিএসইর দর বৃদ্ধির দশন স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকায়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি যার লোকসানের পরিমাণ ছিল ৮২ পয়সা।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৩১ পয়সা। অর্থাৎ কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

শেয়ারনিউজ, ৩১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে