ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

সকালের বড় ঝলক বিকালে ম্লান!

২০২৪ জানুয়ারি ৩১ ১৫:১১:০২
সকালের বড় ঝলক বিকালে ম্লান!

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহার করার প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী সূচক ছিল ৬৩৩৬ পয়েন্ট। এরপর ৯ কর্মদিবস পর আজ বুধবার (৩১ জানুয়ারি) ডিএসইর সূচক দাঁড়িয়েছে ৬১৫৩ পয়েন্টে।

এরমধ্যে চার কর্মদিবসে সূচক কমেছে ২৯৩ পয়েন্ট। বিপরীতে ৫ কর্মদিবসে সূচক বেড়েছে ১১০ পয়েন্ট। সূচক এখনো উদ্ধারের বাকি ১৮৩ পয়েন্ট। তবে আশার কথা হলো, সূচক ধীর গতিতে উদ্ধার হচ্ছে।

তবে আজ সকালে যতোটা ঝলক দেখা গেছে, বিকালে সেটা ম্লান হয়ে গেছে। তারপরও বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিএসইর সূচক আজও নেগেটিভ হয়নি। যদিও সিএসইর সূচকে ছিল মন্দাভাব।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫৩ পয়েন্টে। তবে অন্য দুই সূচক রয়েছে নেতিবাচক অবস্থায়। শরীয়াহ সূচক ডিএসইএস ২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১০৩ পয়েন্টে ।

আজ ডিএসইতে ৯৭৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন ৩৯৩টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১৭১টির, কমেছিল ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ৩১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে