ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন করবে সোনালী পেপার

২০২৪ জানুয়ারি ২৯ ২১:৫২:৪৮
অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন করবে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড অ্যালুমিনিয়াম হাউজ ফয়েল উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ফয়েল উৎপাদনের একটি লাইন স্থাপন করবে কোম্পানিটি।

সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূ্ত্রে জানা গেছে।

কোম্পানিটি ইতোমধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনের একটি মেশিন আমদানিও করেছে। এটি কোম্পানির কারখানা প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে।

স্থাপিত মেশিনটির দৈনিক উৎপাদনক্ষমতা ৩ হাজার ৫০০ পিস এবং বার্ষিক উৎপাদনক্ষমতা ১২ লাখ ৬০ হাজার পিস।

কোম্পানির তথ্য অনুযায়ি, এই ফয়েল পেপার রান্না, ফ্রিজিং, খাদ্য মুড়িয়ে রাখা, প্যাকেজিং ইত্যাদিতে ব্যবহৃত হয়। কোম্পানিটি এই পেপার দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল বক্সও উৎপাদন এবং বাজারজাত করবে।

শেয়ারনিউজ, ২৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে