ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে ২৫৭ পয়েন্ট খোয়ার পর ১৮ পয়েন্ট উদ্ধার

২০২৪ জানুয়ারি ২৯ ১৫:১০:৩৯
শেয়ারবাজারে ২৫৭ পয়েন্ট খোয়ার পর ১৮ পয়েন্ট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের চাপে শেয়ারবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএস) সূচক কমেছিল ৯৬ পয়েন্টের বেশি। তার পরের দুই কর্মদিবস সোমবার ও মঙ্গলবার সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

তারপর থেকে ধারাবাহিকভাবে চলে পতনের তান্ডব। বুধবার সূচক উধাও হয়ে যায় ৫০ পয়েন্ট, বৃহস্পতিবার ৭০ পয়েন্ট এবং সর্বশেষ রোববার ৭৭ পয়েন্ট।

এতে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ছয় কর্মদিবসের মধ্যে দুই কর্মদিবস সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। বাকি চার কর্মদিবসে সূচক কমেছে ২৯৩ পয়েন্ট। যার ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে ডিএসইর নীট সূচক খোয়া গেছে ২৫৭ পয়েন্ট। বিপরীতে আজ সোমবার সূচক উদ্ধার হয়েছে ১৮ পয়েন্ট।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭ পয়েন্টে। এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৬১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজ সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ টাকার।

শেয়ারনিউজ, ২৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে