ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে ব্যবসা কৌশল পাল্টাচ্ছে হোলসিম

২০২৪ জানুয়ারি ২৯ ১২:১১:২৯
যুক্তরাষ্ট্রে ব্যবসা কৌশল পাল্টাচ্ছে হোলসিম

নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ড ভিত্তিক সিমেন্ট জায়ান্ট হোলসিম উত্তর আমেরিকায় আলাদা ব্যবসা কৌশল নিয়ে এগোচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এই কৌশল বাস্তবায়নে কোম্পানিটি সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে আলাদাভাবে ব্যবসা পরিচালনা করবে।

উত্তর আমেরিকার ব্যবসা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের দপ্তরে তালিকাভুক্ত হতে পারে উল্লেখ করে বলা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কোম্পানিটি নতুন পরিকল্পনা ঘোষণা করবে।

প্রতিবেদনে জানানো হয়, সুইজারল্যান্ডের জুগভিত্তিক হোলসিম ২০১৫ সালে ফরাসি সিমেন্ট কোম্পানি লাফার্জের সঙ্গে একীভূত হয়। এই একীভূতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম সিমেন্ট কোম্পানিতে পরিণত হয়। হোলসিম বৈশ্বিক বাজারে প্রায় ৪ হাজার ৩১০ কোটি ডলারের ব্যবসা পরিচালনা করে।

গত বছরের প্রথমার্ধে ১ হাজার ২০০ কোটি ডলার নিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকায়, যা হোলসিম গ্রুপের মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ। এতে কোম্পানিটি উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় সিমেন্ট সরবরাহকারীতে পরিণত হয়েছে।

হোলসিম কর্তৃপক্ষ জানিয়েছে, কমার্শিয়াল ফ্ল্যাট রুফিং ও কংক্রিট সেবাদানকারী হিসেবেও সামনের সারিতে রয়েছে হোলসিম।

কোম্পানির ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের ৪৩টি রাজ্যের ৩৫০ স্থানে হোলসিমের কার্যক্রম রয়েছে, যেখানে প্রায় সাত হাজার কর্মী কাজ করেন।

২০২২ সালে হোলসিম ব্যবসার ভারতীয় অংশ আদানি গ্রুপের কাছে ১ হাজার ৫০ কোটি ডলারে বিক্রির জন্য সম্মত হয়।

আগের বছর যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে ৩৪০ কোটি ডলারে জাপানের ব্রিজস্টোন করপোরেশন থেকে ফায়ারস্টোন বিল্ডিং পণ্য কিনতে চুক্তি করেছিল।

হোলসিমকে লাভজনক ফ্ল্যাট রুফ মার্কেটে প্রবেশ করাতেই এ চুক্তি করা হয়েছিল বলে জানা যায়।

শেয়ারনিউজ, ২৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে