ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লন্ডনে গিয়ে শ্রাবন্তীর কীর্তি ফাঁস

২০২৪ জানুয়ারি ২৭ ০৭:৪৬:৩২
লন্ডনে গিয়ে শ্রাবন্তীর কীর্তি ফাঁস

বিনোদনডেস্ক : বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও বাস্তব জীবনে একেবারেই তেমনটা নন।

হাতেপায়ে দারুণ দুষ্টু শ্রাবন্তী। ছোটবেলায় পাঁচিলের উপর দিয়ে দৌড়নো থেকে শুরু আরও নানা কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে।

গ্ল্যামারগার্ল এই নায়িকার দুষ্টুমি যে আজও কমেনি সে প্রমাণই মিলল এবার। হতে পারত ভয়ানক কান্ড, লন্ডনে গিয়ে কী এমন করেছিলেন নায়িকা?

দোতলার রান্নাঘরের ছোট জানলার পাশেই নিচের একটি ঘরে অ্যাসবেস্টরের ফলস সিলিং। হঠাৎ করেই শ্রাবন্তীর ইচ্ছে হয় সেই ছোট জানলা দিয়ে বের হয়ে সেই ফলস সিলিংয়ের উপরে দাঁড়াতে।

ফলস সিলিংয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেই যাচ্ছিলেন কিন্তু বন্ধুরা আটকে দেন তাঁকে। একজন তো প্রশ্ন করেই ফেলেন, ‘খতরো কি খিলাড়ি হওয়ার সাধ জাগল কেন?” ‘পড়ে যাবি, পড়ে যাবি’ চিৎকারের পর নিজেকে আটকান শ্রাবন্তী। তবে তাঁর এই কীর্তি মোটেও ভালভাবে নেননি তাঁর ভক্তরা।

তাঁদের প্রশ্ন, ‘সত্যিই যদি ফলস সিলিং ভেদ করে পড়ে যেতেন তিনি, তবে কী হত’? ওদিকে শ্রাবন্তীর হেসে উত্তর, “ছোটবেলায় আমি এমন অনেক করেছি। রেলিংয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম।”

শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে