ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিদেশি শিক্ষার্থী নেওয়া কমাবে কানাডা

২০২৪ জানুয়ারি ২৩ ১৮:৪৫:৪২
বিদেশি শিক্ষার্থী নেওয়া কমাবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন, আগামী ২ বছরে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা হবে। সোমবার (২২ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি ।

মার্ক মিলার বলেন, ২০২৪ সালে ৩ লাখ ৬০ হাজার বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা, যা ২০২৩ সালের তুলনায় অন্তত ৩৫ শতাংশ কম। এর আগে ২০২২ সালে কানাডায় বিদেশি শিক্ষার্থী ছিল ৮ লাখ। এক দশক আগেও এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার।

তিনি জানান, আবাসন সংকটের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মুখে বিদেশি অভিবাসীর সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া স্নাতক ও কলেজ পর্যায়ে থাকা বিদেশি শিক্ষার্থী ও তাদের স্বামী বা স্ত্রীকেও ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করবে দেশটি।

তবে এই কমিয়ে আনার সিদ্ধান্ত শুধু নতুন করে আবেদন করা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা নবায়ন করার আবেদন করবেন, তারা এর আওতায় থাকবেন না।

শেয়ারনিউজ, ২৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে