ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

অজানা শঙ্কায় উত্থানের বাজারে ফের ছন্দপতন

২০২৪ জানুয়ারি ০৯ ১৫:০৫:৪১
অজানা শঙ্কায় উত্থানের বাজারে ফের ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থানে আভাস দেখা গিয়েছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছিল ৮ পয়েন্টের বেশি।

নির্বাচনের পরের দিন সোমবার উত্থানের সেই আভাসের প্রতিফলনও দেখা যায়। এদিন ডিএসইর সূচক বেড়েছিল প্রায় ২৫ পয়েন্ট।

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার উত্থান দিয়েই লেনদেন শুরু হয়েছিল। কিন্তু উত্থানের পরশ বেশিক্ষণ টিকেনি। কিছুক্ষণ পরই বাজারে পতনের ডামাডোল শুরু হয়। লেনদেনের আধা ঘন্টার মধ্যেই সূচক পতনের বৃত্তে আচমকা ঢুকে পড়ে।

তারপর বড় হাউজগুলো থেকে সূচক ওপরে তোলার কিছু প্রয়াস চালানো হয়। সেই চেষ্টায় সূচক কিছুটা ওপরেও উঠে। কিন্তু বেলা দেড়টার কিছু আগে সূচকে বড় পতন ভর করে। এই সময়ে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্টের বেশি নিচে নেমে যায়।

তারপর সূচক আবারও তোলার চেষ্টা দেখা যায়। বেলা ২টার পর সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে লেনদেনও হয়। কিন্তু শেষ বেলায় সূচক ফের পতনের বৃত্তে স্থান নেয়। যা অ্যাডজাস্টমেন্টের কারণে কিছুটা ওপরে উঠে। তারপরও আজ ডিএসইর সূচকের পতন দুই পয়েন্টের ঘরে নির্ধারিত হয়।

ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের ভূয়া জমি উন্নয়ন সম্পদ

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের দিন সোমবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষিতে বাজারে বড় উত্থান দেখা যায়। বিকালে ভারত, রাশিয়া ও চীন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বাংলাদেশকে অভিনন্দনও জানায়।

কিন্ত ব্যত্যয় দেখা দেয় সন্ধ্যার পর। যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বাগড়া দেয়। যার কারণে আজ লেনেদেনের শুরুতেই বিনিয়োগকারীদের মধ্যে অজানা এক শঙ্কা দানা বাঁধতে থাকে। ফলশ্রুতিতে দিনভর লেনদেনে ছন্দপতন দেখা যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের শঙ্কার যা চাপ, প্রথম পর্যায়ে তা আজ শেষ হয়ে গেছে। আজ যদি তেমন কিছু না হয়, আগামীকাল থেকে বাজার ফের ঘুরে দাঁড়াবে।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৭.৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৭.৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১০১.৯০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ২৫ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৯৬টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে