ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘বি’ গ্রুপের ৪ কোম্পানিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

২০২৪ জানুয়ারি ০৫ ১৯:০৬:১৩
‘বি’ গ্রুপের ৪ কোম্পানিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘বি’ ক্যাটাগরির ৪ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে সোয়া ৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ। স্টকনাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

যদিও এই রিটার্ন যথেষ্ট নয়, তারপরও পতনের বাজারে তা একেবারে কম নয়-এমন অভিমত বাজার সংশ্লিষ্টদের। তারা বলছেন, গেল সপ্তাহে ইতিবাচক থাকা প্রতিষ্ঠানের তুলনায় নেতিবাচক থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি, সেখানে এসব কোম্পানির শেয়ার ইতিবাচক ধারায় রয়েছে, এটাও কম কী। তারপরও যেখানে ইতিবাচক থাকা কোম্পানিগুলো কেবল নামেমাত্র ইতিবাচক রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো-খান ব্রাদার্স, ইউনিয়ন ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার ও দেশ জেনারেল ইন্সুরন্স।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে খান ব্রাদার্সের শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮.৬২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার ছিল ১০৩ টাকা ২০ পয়সায়। আর সপ্তাহশেষে ক্লোজিং হয়েছে ১১২ টাকা ১০ পয়সায়।

ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের ভূয়া জমি উন্নয়ন সম্পদ

বিদায়ী সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ রিটার্ন দিয়েছে ইউনিয়ন ইন্সুরেন্স। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮.০২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৫৬ টাকা ১০ টাকা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৬০ টাকা ৬০ পয়সায়।

একইভাবে গেল সপ্তাহে বিনিয়োগকারীদের ‘বি’ গ্রুপের ইয়াকিন পলিমার ৭.৮৯ শতাংশ, কেএন্ডকিউ ৫.১৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্স ৪.১৮ শতাংশ রিটার্ন দিয়েছে।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে