ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

অনন্ত-বর্ষার সঙ্গে বলিউডের নানা পাটেকর

২০২৪ জানুয়ারি ০৪ ১৯:১১:৩৫
অনন্ত-বর্ষার সঙ্গে বলিউডের নানা পাটেকর

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবালের প্রথম পরিচালিত সিনেমা ‘কিল হিম’। সিনেমাটি নির্মাণের পর এবার এই সিনেমার সিক্যুয়েল ‘কিল হিম-২’ নির্মাণ করছেন তিনি। এই সিনেমায় অনন্ত-বর্ষার সঙ্গে অভিনয় করবেন বলিউডের নানা পাটেকর।

এ বিষয়ে নির্মাতা বলেন, অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের নানা পাটেকর। এরই মধ্যে তার সঙ্গে কথা হয়েছে। এখন স্ক্রিপ্টের কাজ চলছে তার পাশাপাশি অভিনেতার সঙ্গে কথা এবং চুক্তির পর্ব চলছে।

এ সিনেমায় আরও কে কে অভিনয় করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘তা এখনই বলতে চাচ্ছি না। তবে বরাবরের মতো এবারও থাকছে চমক। যা সময় নিয়েই প্রকাশ্যে আনতে চাই। ইচ্ছে আছে কয়েকদিন পর সংবাদ সম্মেলন করে বিষয়গুলো সামনে আনার। তখনই সকল শিল্পীদের নাম ঘোষণা করব।’

সম্প্রতি মোহাম্মদ ইকবাল কাজ শেষ করেছেন ‘ডেড বডি’ নামে একটি সিনেমার কাজ। এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা অন্বেষা ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকেই।

শেয়ারনিউজ, ০৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে