ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

‘বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না’

২০২৪ জানুয়ারি ০৪ ১১:০৭:২৫
‘বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেত্রী শিরিন শিলা। অভিনয়ের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডেই বেশিরভাগ সময় আলোচনায় থাকেন তিনি। এবার জানা গেল, নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই নায়িকা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ব্যক্তিগত ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন শিরিন শিলা। এসময় ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শিরিন শিলা বলেন, নতুন বছরে আমার জীবনে একজন লাইফ পার্টনার আসুক। এটাই আমার প্রত্যাশা। সবাই বলে আমি কেন বিয়ে করছি না? এর কারণ আমি মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ পেয়ে যাব। এরপরই বিয়ে করব।

অভিনেত্রী বলেন, মনের মানুষ পেলেই বিয়ে করব। কিন্তু বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না। কেন সেটা আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে সেখানে আমি বিয়ে করব না।

সাক্ষাৎকারে প্রেমের বিষয়ে শিরিন শিলা বলেন, আমার জীবনে যে প্রেমগুলো করেছি, তখন সম্পর্কে থাকাকালীন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো আমার কাছে এখনও আছে। এরমধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি। আর তাছাড়া আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সেই জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।

প্রসঙ্গত, ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। তবে ২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘শেষ বাজি’। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

শেয়ারনিউজ, ০৪ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে