ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

একদিনে ১৫৫টি ভূমিকম্প জাপানে

২০২৪ জানুয়ারি ০২ ১০:৫৩:৩৮
একদিনে ১৫৫টি ভূমিকম্প জাপানে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের একদিনে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে সোমবার (০১ জানুয়ারি) ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

শক্তিশালী ওই ভূমিকম্পের পরপরই ওই সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ কম্পনই ৩ মাত্রার বেশি ছিল। তবে মঙ্গলবার ভোরে দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। তাদের উদ্ধারে কাজ করছেন দমকল বাহিনী।

এছাড়া ভূমিকম্পের জেরে জাপানে এক মিটার উঁচু সুনামির ঢেউয়ের আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের জেরে দেশটিতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩২ হাজার ৭০০টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে