ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভালো ভোট চাওয়া বিদেশিদের অন্যায় নয়: সিইসি

২০২৩ ডিসেম্বর ৩১ ১১:২০:২২
ভালো ভোট চাওয়া বিদেশিদের অন্যায় নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশে ভালো ভোট চাওয়া বিদেশিদের অন্যায় নয়। রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিদেশিরা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চায়, এটা অন্যায় নয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এই নির্বাচন ঘিরে বিতর্ক চলছে। নির্বাচন প্রশ্নে সহিংসতা হয়েছে। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এবারের নির্বাচন যেকোনো মূল্যে প্রমাণ করতে হবে সরকার ক্ষমতায় থেকে কমিশন নির্বাচন করতে পারে।

তিনি বলেন, নির্বাচনে সহায়তা করতে সরকার সাংবিধানিকভাবে বাধ্য। সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পরিবেশ অনুকূলে রাখতে হবে। ভোটার যদি জানে কেন্দ্র দখল হয়ে গেছে, তাহলে তারা ভোট প্রত্যাখ্যান করবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। নির্বাচন গ্রহণযোগ্যমূলক করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর্থিক বা অন্য বিষয়ে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে।’

ইসি আনিছুর রহমান বলেন, নির্বাচন যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক হতে হবে।

শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে