ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

এক বছরে ফেসবুক থেকে ৮০ লাখ টাকা ইনকাম জয়ের, কিনেছেন ফ্ল্যাট

২০২৩ ডিসেম্বর ৩০ ১৮:১৯:০৫
এক বছরে ফেসবুক থেকে ৮০ লাখ টাকা ইনকাম জয়ের, কিনেছেন ফ্ল্যাট

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনয় থেকে কিছুটা সরে এসে সাফল্যতা পেয়েছেন উপস্থাপনায়। আর এর হাত ধরে তিনি অনলাইন দুনিয়াতেও করেছেন বাজিমাত। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেতা।

অবিশ্বাস্য হলেও সত্য, ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। খবরটি জানিয়েছেন তিনি নিজেই। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’

এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনও বাহবা, আবার কখনোবা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি। নিজ কাজ চালিয়ে গেছেন আপন গতিতে।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে