ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

পরিবারের জন্য শপিং করেও দেশে ফেরা হলো না প্রবাসী বিল্লালের

২০২৩ ডিসেম্বর ৩০ ০৭:১৯:০৫
পরিবারের জন্য শপিং করেও দেশে ফেরা হলো না প্রবাসী বিল্লালের

পরবাস ডেস্ক : মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়া (৩৫) ছুটিতে বাড়ি ফেরার টিকিট কেটে পরিবারের জন্য শপিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার সময় রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলা মার্কেট থেকে মো. বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে বিল্লালের মৃত্যুর কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া দেশে থাকা পরিবারের জন্য শপিং করতে কোতারায়া বাংলা মার্কেটে আসেন। এই সময় হঠাৎ করে বিল্লাল মিয়া অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর পর কয়েকবার খিচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন ৯৯৯ এ কল দিলে অ্যাম্বুলেন্স এসে বিল্লাল মিয়াকে চেক করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পোস্টমর্টেমের জন্য স্থানীয় বালাই থানায় নেওয়া হয়।

বিল্লালের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী তার বাড়ি মুন্সীগঞ্জে। এই সময় তার সঙ্গে দেশে যাওয়ার বিমান টিকেট, স্বর্ণালংকার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়।

সেখানকার বাংলাদেশী প্রবাসীরা বিল্লালের সঙ্গে থাকা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মামা ফোন ধরেন। খবর পেয়ে তার মামা এসে তার যাবতীয় মালামাল ও শপিং সামগ্রী নিয়ে যান।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে