ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

আমেরিকায় বাংলাদেশ ল’ সোসাইটির নতুন কমিটি

২০২৩ ডিসেম্বর ২৯ ১৯:০৫:০২
আমেরিকায় বাংলাদেশ ল’ সোসাইটির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইন্ক এর ২০২৩-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর শনিবার মামা’জ পার্টি হলে নির্বাচনে ভোট দেন ভোটাররা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই কাইয়ূম, নির্বাচন কমিশনার মোহাম্মদ বাশার, সৈয়দ নজরুল ইসলাম। ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ভোট গ্রহন সম্পন্ন হয়।

১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে কেবল সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত হন এ্যাডভোকেট এম মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট আব্দুর রশিদ।

বাকী পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন- সহ-সভাপতি-পদে এড. সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও এড: রুবিনা মান্নান, যুগ্ম সম্পাদক -১: এড. সোনিয়া আক্তার, যুগ্ম সম্পাদক-২: এড. সাব্বির আহমেদ মাসার, অর্থ সম্পাদক: এড. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক: এড. মো আতিকুর রহমান শাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক: এড. শ্রী জয়জিত আচার্য্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: এড. রেদওয়ানা রাজ্জাক ( সেতু) ও অফিস সম্পাদক: খুববাতুন নেছা, সমাজ কল্যাণ সম্পাদক: এড. তাহমিনা আক্তার (সুইটি), কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে এড. আব্দুস শহিদ আজাদ, এড. নুরুল ইসলাম মইনুল, রেশমা হোসাইন, এড. ফৌজিয়া আরফিন, এড. মো: মুহি উদ্দিন।

ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কাইয়্যূম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে, প্রার্থী এবং ভোটারদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

নির্বাচনে বিজয়ী এবং পরাজিত সকলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করেন। সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ল’ সোসাইটিকে উত্তোরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ ল’ সোসাইটির সকল সদস্য সহ নির্বাচন কমিশনদের ধন্যবাদ জানিয়েছেন।

সবশেষে নৈশ ভোজের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারনিউজ, ২৯ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে