ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাহার-শম্ভুকে দেড় লাখ টাকা জরিমানা ইসির

২০২৩ ডিসেম্বর ২৭ ১৯:৪৯:২৬
বাহার-শম্ভুকে দেড় লাখ টাকা জরিমানা ইসির

নিজস্ব প্রতিদেবক:নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্যদিকে, একই অপরাধে বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) শুনানি শেষে তাদের এই অর্থদণ্ড করা হয়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দুজনই একাদশ জাতীয় সংসদের সদস্য।

তিনি বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে ট্রেজারি চালানোর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে জরিমানার অর্থ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিটানিং কর্মকর্তা বিষয়টি পরে ইসিকে জানাবে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহার ও শম্ভুকে তলব করেছিল ইসি। ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলব করার পৃথক চিঠি পাঠিয়েছিলেন। ওই দুই চিঠিতে বলা হয়েছিল, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এ জন্য তাদের নির্বাচনি তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না সে ব্যাখ্যা দিতে বাহারকে আজ বুধবার বেলা সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় চিঠিতে।

অন্যদিকে, জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে শম্ভুকে একইদিন বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

শুনানির জন্য আজ বেলা ৩টার দিকে ইসিতে আসেন বাহার। সাড়ে ৩টার দিকে সিইসির সভাকক্ষে শুনানি শুরু হয়। এই শুনানির নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে