ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

৬৬ কিলোমিটার রেলপথে ২৪২ আনসার মোতায়েন

২০২৩ ডিসেম্বর ২৬ ১৬:৪৪:৪৪
৬৬ কিলোমিটার রেলপথে ২৪২ আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথের ৩১ পয়েন্টে ২৪২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে জেলা আনসার কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী বলেন, কিছুদিন পূর্বে ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী জানান, জানরেলপথের ট্রেন ও জনসাধারণের জানমাল স্বার্থে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। রেললাইনের পাশাপশি ট্রেনে পুলিশের সঙ্গে দ্বায়িত্ব পালনের জন্য নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আনসার, পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে