ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

আচরণবিধি লঙ্ঘন করায় ২০৮ প্রার্থীকে ইসির শোকজ

২০২৩ ডিসেম্বর ২৫ ১৯:১১:৪৪
আচরণবিধি লঙ্ঘন করায় ২০৮ প্রার্থীকে ইসির শোকজ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। তবে নির্বাচনী প্রচারণা ঘিরে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। ফলে একের পর এক প্রার্থীকে শোকজ ও তলব করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে শোকজের সংখ্যা দুই শ' ছাড়িয়ে গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২০৮ জন প্রার্থীকে শোকজ করা হয়েছে। এছাড়া প্রার্থী এবং তাদের সমর্থক ছাড়াও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ইসি প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

শোকজের তালিকায় আওয়ামী লীগের অনেক আলোচিত ও হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ক্রিকেটার সাকিব আল হাসান, শিল্পী মমতাজ বেগমসহ আরও অনেকে।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে