ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার

২০২৩ ডিসেম্বর ০৬ ১৯:৫৯:৫২
নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার। জানা গেছে, অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কিনবে।

কাঠমান্ডু ও ঢাকার কর্মকর্তারা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করতে সম্মত হওয়ার কয়েক মাস পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে, নেপাল ও বাংলাদেশ ২০১৮ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।

এছাড়া নেপাল ও ভারত 'বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল' (বিবিআইএন) উদ্যোগের উপ-আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে। মূলত বিদ্যুৎ সরবরাহে বৈচিত্র্য আনতে ও জ্বালানিতে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে বাংলাদেশ বাহ্যিক উৎসের দিকে ঝুঁকছে। বাংলাদেশ নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে আগ্রহী।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে