ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সন্তানকে ফিরে পেতে ঢাকায় মার্কিন বাবার আইনী লড়াই

২০২৩ নভেম্বর ২৯ ১০:৩৬:১৬
সন্তানকে ফিরে পেতে ঢাকায় মার্কিন বাবার আইনী লড়াই

নিজস্ব প্রতিবেদক : সন্তানকে ফিরে পাবার আশা নিয়ে বাংলাদেশে এসে আইনী লড়াইয়ে নেমেছেন এক মার্কিন বাবা। হাইকোর্টের নির্দেশে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেল সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলেকে দেখতে পারবেন। সেজন্য ব্যবস্থা গ্রহণে মা ফারহানা করিমকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ আদেশ দেন।

জানা যায়, ২০১৮ সালে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেলকে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিম। এ বছর ফারহানা ২য় বার অন্তঃসত্ত্বা হলে গত জুনে তাদের প্রথম সন্তানকে নিয়ে ঢাকার উত্তরায় বাবার বাড়ি চলে আসেন। এরপর ফারহানা গ্যারিসনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কিছুদিন পর পাঠান তালাকের নোটিশ। নোটিশ পেয়ে গত আগস্টে সন্তানদের খোঁজে ঢাকায় আসেন গ্যারিসন। পুলিশী সহায়তায় ফারহানার বাসায় যান। সেখানে জানতে পারেন ২য় সন্তান হওয়ার কথা। তারপরও বাচ্চাদের দেখতে দেয়া হয়নি গ্যারিসনকে। অবশেষে আদালতের শরনাপন্ন হন তিনি।

গ্যারিসন লুটেলের আইনজীবী ফওজিয়া করিম বলেন, ‘বাচ্চাকে বাবার স্বাদ এবং মায়ের স্বাদ দেওয়া এবং দুদিন দেখে আমরা যখন মনে করলাম যে এটাতেও কিন্তু একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। যদিও অনেকে মনে করছে কেন আমরা পুরো মাসটা পেলাম না। কিন্তু এই দুটো দিন হলে দেখা যাবে যে সম্পর্ক সেখানে গড়ে উঠবে তাতে বাচ্চা নিজেই কিন্তু তার বাবার কাছে থাকতে চাইবে।’

শুনানি শেষে আদালত প্রতি সপ্তাহে দুইদিন ছেলের সাথে বাবা সময় কাটাতে পারবে বলে আদেশ দেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার উত্তরা ক্লাবে মা ফারহানা করিম বড় ছেলেকে নিয়ে আসবেন। সেখানেই গ্যারিসন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছেলের সাথে সময় কাটাতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

ফারহানা করিমের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘প্রতি সপ্তাহে দুদিন করে বাবা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাথমিকভাবে উত্তরা ক্লাব কিংবা পরবর্তীতে ওনারা যদি অন্য কোনো জায়গা নির্ধারণ করেন সেখানে বাবা তার মায়ের কাছে থাকা বড় ছেলেকে দেখতে পারবেন।’

পরবর্তী শুনানির জন্য ১৬ই জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। এদিকে, ছেলের অভিভাবকত্ব চেয়ে ঢাকার পারিবারিক আদালতে এরই মধ্যে মামলা করা হয়েছে বলে জানান গ্যারিসনের আইনজীবী।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে