ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

একরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

২০২৩ নভেম্বর ২৮ ১১:৩৮:০৪
একরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদেরকে বর্তমান পদসহ বিএনপির প্রাথমিক এবং সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একরামুজ্জামান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। সোমবার (২৭ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. বকুল মিয়া নামের একজন।

অপরদিকে, শাহ মো. আবু জাফর সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন।

শেয়ারনিউজ, ২৮ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে