ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরি শেয়ারের আধিপত্য

২০২৩ নভেম্বর ২৭ ১৬:২৭:৩৬
বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরি শেয়ারের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবারও (২৭ নভেম্বর) উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। আজ পতনের পাল্লা আগের দিনের চেয়ে অনেক ভারী দেখা গেছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৪টি কোম্পানির।

আগের দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যে ১০টি কোম্পানি ছিল, তারমধ্যে মাত্র ২টি ছিল ‘এ’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো-জেমিনি সী ফুড ও আফতাব অটোমোবাইলস। আ আজ (সোমবার) ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৫টিই উঠে এসেছে ‘এ’ক্যাটাগরির।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় স্থান পেয়েছে- মুন্নু এগ্রো, আফতাব অটোমোবাইলস, আজিজ পাইপস, জেমিনি সী ফুড, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার।

কোম্পানিগুলো মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ার হলো- মুন্নু এগ্রো, আফতাব অটোমোবাইলস, জেমিনি সী ফুড, নাভানা সিএনজি ও বাংলাদেশ মনোস্পুল পেপার।

শেয়ারনিউজ, ২৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে