ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘খুফিয়া’য় সমকামিতার অভিযোগ নিয়ে যা বললেন বাঁধন

২০২৩ অক্টোবর ১২ ১০:০৩:২৫
‘খুফিয়া’য় সমকামিতার অভিযোগ নিয়ে যা বললেন বাঁধন

বিনোদন ডেস্ক : সব অপেক্ষার অবসান শেষে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ গত ৫ অক্টোবর মুক্তি পেয়েছে।

এদিকে ‘খুফিয়া’ মুক্তির পর থেকে যেমন প্রশংসা পেয়েছেন বাঁধন, তেমনি সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে তাকে। এবার অভিযোগ উঠেছে সিনেমাটির সমকামিতা নিয়ে।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে ‘খুফিয়া’র গল্প এগিয়েছে। যার ভূমিকায় অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমানের সঙ্গে। আর হিনার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

এ সিনেমায় বাঁধনকে একজন সমকামী হিসেবে দেখানো হয়েছে। তবে বাংলাদেশের সমাজ ও সামাজিক মূল্যবোধের দিক দিয়ে চরিত্রটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সিনেমায় টাবুর সঙ্গে বাঁধনের সমকামিতা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা।

তবে এসব সমালোচনার তোয়াক্কা না করে বাঁধন বলেন, ‘পরিচালক বিশাল ভরদ্বাজ সিনেমাটিতে সমকামিতার একটা বিষয় আছে বলে জানিয়েছেন। তাতে আমার কোনো সমস্যা আছে কি না, তা-ও জানতে চেয়েছেন। তবে আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে।’

‘খুফিয়া’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।

শেয়ারনিউজ, ১২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে