ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাজধানীতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট

২০২৩ অক্টোবর ০৬ ১১:১২:৫০
রাজধানীতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় বুধবার (০৪ অক্টোবর) থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার অনেক এলাকা। শুক্রবার (০৬ অক্টোবর) মধ্যরাত থেকেই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার (০৫ অক্টোবর) মধ্যরাতে আমিনবাজার পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার বেশ কিছু এলাকা। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনেও এর প্রভাব পড়ে। তবে দ্রুতই সচল করতে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ।

জানা গেছে, রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, খামারবাড়িসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বাড্ডা, খিলক্ষেত, মুগদা, মগবাজার, রামপুরা, কলাবাগান, মালিবাগ ও বনশ্রী এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল আছে।

জানা যায়, আমিনবাজার পাওয়ার গ্রিড ফেল করার কারণেই এই বিভ্রাট। রাত ৩টা থেকে আবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান আমিনবাজার পাওয়ার গ্রিডের গ্রিড ইনচার্জ সাকিব আল হাসান। তবে ব্যস্ততার কারণে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে