ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ন্যূনতম মজুরি ২৩ হাজারের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

২০২৩ অক্টোবর ০২ ১৮:৩৯:২৮
ন্যূনতম মজুরি ২৩ হাজারের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকায় উন্নীতসহ আট দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকদের তিনটি সংগঠন। গতকাল রোববার (০১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পোশাক শ্রমিকদের যে ৩টি সংগঠন বিক্ষোভের আয়োজন করে এগুলো হলো, জাতীয় গার্মেন্টস শ্রমিক পরিষদ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেডএম কামরুল আনাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমীরুল হক আমীন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজার মূল্য ও পারিপার্শ্বিক অবস্থা আমলে নিয়ে শ্রমিকদের ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য মজুরি বৃদ্ধি করতে হবে। বর্তমানে শ্রমিক যে মজুরি পায় তা দিয়ে শ্রমিকদের সংসার চালানো সম্ভব নয়। ধারকর্জ করে সংসার চালাতে হয়, না খেয়ে শ্রমিকদের কাজ করতে হয়, অনেক শ্রমিক কারখানার ছুটির পর বাইরে অতিরিক্ত কাজ করেন। এ সময় তারা আট দফা দাবি পেশ করেন।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে