ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

যে দৃশ্যে অভিনয় করে সমালোচিত জয়া

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৭:৪৬:২০
যে দৃশ্যে অভিনয় করে সমালোচিত জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় হট লুকের ছবি পোস্ট করেন। সেই ছবিগুলো নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল। জয়া অভিনীত 'দশম অবতার' মুক্তির অপেক্ষায় রয়েছে। কলকাতার এই ছবিতে একটি চুম্বন দৃশ্যে দেখা গেছে তাকে। যে কারণে ফের আলোচনায় এলেন এই তারকা।

‘দশম অবতারের’ ট্রেলারে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তারা।

৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকে।

ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, ‘দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি—দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।’ আগামী ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

শেয়ারনিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে