ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫
Sharenews24

শুটিং ছেড়ে চলে যাওয়ার বিষয়ে যা বললেন সায়ন্তিকা

২০২৩ সেপ্টেম্বর ১৬ ১০:০০:৫৩
শুটিং ছেড়ে চলে যাওয়ার বিষয়ে যা বললেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক : সম্প্রতি জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ ছবিতে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু ছবির নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের কারণে শুটিং শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন নায়িকা।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সায়ন্তিকা বলেন, এখানে মাইকেলের নাম উঠলেও শুরুতেই বিভ্রান্তি রয়েছে। বলা যায় প্রযোজকের অব্যবস্থাপনার কারণে হয়রানির শিকার হতে হয়েছে নায়িকাকে। সায়ন্তিকা বলেন, প্রথমে আরেকজন মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্যের শুটিং করতে। কিন্তু সেখানেও টাকার সমস্যার কারণে তিনি চলে যান। এরপর আসে মাইকেল নামের বাচ্চা ছেলেটি।

অভিনেত্রীর কথায়, আমি এক জন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সবার সামনেই বাধা দিই। মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বার বার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।

তিনি জানান, দু’দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। তিনি বলেন, হঠাৎই বলা হলো, নাকি নাচের দৃশ্যের শুটিং করা হবে! বার বার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।

নায়িকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে। ছবিটির কাজ শেষ করা প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।

শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে