ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

২০২৩ সেপ্টেম্বর ১৪ ০৯:৫৪:০৭
কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানী ঢাকার কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন। সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তবে কোনো হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

ভয়াবহ এই আগুনে মার্কেটটির প্রায় শত শত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আগেই অনেক ব্যবসায়ীর দোকানের মালামাল পুড়ে গেছে। মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোশাকের দোকান এবং অপরপাশে সবজি ও মাছ-মাংসের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বেকারি থেকে আগুনের সুত্রপাত হয়।

শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে