ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘প্রজন্ম লীগ সভাপতির’ বাড়ি থেকে ছিনতাইয়ের কোটি টাকা উদ্ধার, থানায় মামলা

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৭:৫২:১৮
‘প্রজন্ম লীগ সভাপতির’ বাড়ি থেকে ছিনতাইয়ের কোটি টাকা উদ্ধার, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার দাউদকান্দির ‘উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের উত্তর ইউনিয়নের কদমতলী এলাকায় তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, গত রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙ্গা এলাকায় সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ১ কোটি ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়।

দাউদকান্দি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে পরের দিন সোমবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি পরিচয়ধারী ও দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি মো. সোহেল রানার বাড়ি থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান।

ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সাইফুল বলেছেন ওসব টাকা জমি বিক্রির। কিন্তু এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাও খতিয়ে দেখা হবে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঘটনার ৯ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ১ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বলেন, ‘অনেকে আওয়ামী লীগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচয় দিয়ে অবৈধ কাজ করে যাচ্ছে। আমার জানা মতে, জেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কোনো কমিটির অনুমোদন নেই। কেন্দ্রের অনুমোদন আছে কি না, তা কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন।’

শেয়ারনিউজ, ০৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে