ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সুপার ফোরে ভারত

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১১:০৭:২৪
সুপার ফোরে ভারত

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে পরাজিত করে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল ভারত। বৃষ্টিতে ভেস্তে গেছে ভারত-পাকিস্তান মহারণ। নেপালের বিরুদ্ধেও সেই আশঙ্কা ছিল। আম্পায়াররা কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করেন।

শুরুতে ভারতের কাছে ৫০ ওভারে ২৩১ রানের লক্ষ্য ছিল। পরে বৃষ্টির কারণে টার্গেট ২৩ ওভারে ১৪৫ রানে নেমে আসে। সেই রানটা স্বাচ্ছন্দ্যে তুলে নেন রোহিত শর্মা। ফলস্বরূপ, ভারত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে গেল। এই গ্রুপ থেকে প্রথম দল হয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের পর ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে নেপাল।

কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করতে পারেন আম্পায়ারেরা। প্রথমে ভারত রান তাড়া করতে নেমে ২ দশমিক ১ ওভারে যখন ভারতের রান বিনা উইকেটে ১৭, তখনই আবার বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সময় নষ্ট হওয়ায় ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। তাতে অবশ্য সমস্যা হয়নি ভারতের। ওভার কমে যাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন রোহিত ও শুভমান গিল। ৩৯ বলে অর্ধশত রান পূর্ণ করেন রোহিত।

১৪ ওভারে ১০০ রানের জুটি গড়ে তারা। ভারতের দুই ওপেনার দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছিলেন। শুভমানও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত ৭৪ ও শুভমান ৬৭ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ক্যাচ মিস অনুশীলনে উড়ন্ত সূচনা করে নেপাল। উদ্বোধনী ম্যাচে তাদের দুই ওপেনার কুশল বার্টাল ও আসিফ শেখ ৯ দশমিক ৫ ওভারে ৬৫ রানের জুটি গড়েন। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ওপেনার কুশল বার্টাল। এরপর ব্যাটিং বিপর্যয়ে ৬৭ রানে ৫ উইকেট হারায় নেপাল। ৯৭ বলে ৫৮ রান করে ফেরেন আসিফ শেখ।

শেয়ারনিউজ, ০৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে