ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যে কারণে হৃতিকের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া হয় কারিনার

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১১:০৫:০৯
যে কারণে হৃতিকের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া হয় কারিনার

বিনোদন ডেস্ক : বলিউডে ২০০০ সালে ‘রিফিউজ’ ছবির মাধ্যমে অভিষেক হয় কারিনা কাপুরের। অভিষেক বচ্চনের সঙ্গে অভিষেক হলেও প্রথমে বলা হয়েছিল ‘কাহো না... পেয়ার হা’ ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখবেন। এই সিনেমায় অভিনেত্রী হিসেবেও চূড়ান্ত হয়েছেন তিনি। তবে শুটিং শুরু হওয়ার মাত্র তিন দিন আগে কাজ হারান তিনি।

কারিনার বদলে ‘কাহো না... পেয়ার হ্যা’ সিনেমায় হৃতিকের বিপরীতে অভিষেক হয়েছিল অভিনেত্রী আমিশা প্যাটেলের। সাধারণ পরিবার থেকে সিনেমা জগতে এসেছিলেন আমিশা।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে আমিশা বলেছিলেন যে, কারিনা নিজেই থেকে ‘কাহো না... পেয়ার হ’ ছবি থেকে সরে আসেননি। রাকেশ আমাকে বলেছিলেন যে তিনি সৃজনশীল পার্থক্যের কারণে কারিনাকে চলচ্চিত্র থেকে বাদ দিয়েছেন। মাত্র তিন দিন পর তিনি আমাকে ‘সোনিয়া’ চরিত্রের জন্য চূড়ান্ত করেন। এক বিয়েবাড়ির অনুষ্ঠানে নাকি আমিশাকে প্রথম বার দেখেছিলেন রাকেশ। প্রথম দেখাতেই ‘সোনিয়া’ হিসাবে তাকে মনে ধরেছিল রাকেশের। শুটিং শুরু হওয়ার মাত্র তিন দিন আগে সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি।

শোনা যায়, কারিনার প্রথম সিনেমা সংক্রান্ত বিষয়ে নাকি একটু বেশিই নাক গলিয়েছিলেন তার মা ববিতা কাপুর। রাকেশের সঙ্গে ববিতার বনিবনা না হওয়ার কারণেই নাকি সিনেমা থেকে বাদ পড়েন কারিনা।

শেয়ারনিউজ, ০৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে