ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

‘আমাকে কেউ নায়িকা বানানোর ঝুঁকি নিতে চায় না’

২০২৩ আগস্ট ২৯ ০৯:৩৭:২৮
‘আমাকে কেউ নায়িকা বানানোর ঝুঁকি নিতে চায় না’

বিনোদন ডেস্ক : বলিউড তারকা হিসেবে পরিচিতি পেলেও নোরা ফাতেহি তার ক্যারিয়ারে এখনো কোনো সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি। বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করলেও নায়িকা হিসেবে জ্বলে উঠতে পারেননি।

নোরা বলিউডে খ্যাতি পেয়েছেন আইটেম গার্ল হিসেবে। ‘দিলবার’, ‘কামারিয়া’, ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘মানিকে মাগে হিতে’, ‘জেহড়া নেশা’র মতো সুপারহিট গানে নেচেছেন তিনি। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেটা ছিল পার্শ্ব চরিত্রে।

কিন্তু নোরা কেন নায়িকা হিসেবে সুযোগ পাচ্ছেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, আমি মনে করি না, আমি একজন নৃত্যশিল্পী, তাই আমাকে নায়িকা হিসেবে নেওয়া হয়নি। আমাদের আইকনিক নায়িকারাও নৃত্যশিল্পী ছিলেন এবং দুর্দান্ত কাজ করেছিলেন। আইটেম গানেও প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। এটা (আইটেম ড্যান্সার) নায়িকা হওয়ার একটা অংশ মাত্র।

তিনি বলেন, আসলে কেউ আমাকে নিয়ে প্রথম ঝুঁকি নিতে চায় না; তারা ভাবতে পারে, দেখা যাক কে তাকে নিয়ে যায়। যদি সে সব দিক থেকে ভালো করে, মানে অভিনয় দক্ষতা, উপস্থিতি, গ্ল্যামার, ভাষাগত দক্ষতা সবই কমে আসতে পারে, তাহলে আমরা সুযোগ নেব।'

তার কথায়, ‘ধরুন চারজন নায়িকা সিনেমায় নিয়মিত কাজ করছে এবং তারাই ঘুরেফিরে কাজ পাচ্ছে। নির্মাতারাও ওই চারজনকে নিয়েই ভাবে, এর বাইরে চিন্তা করেন না।’ বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন নোরা ফাতেহি। তবে কোনও প্রজেক্ট নিয়েই খুব একটা চর্চা নেই। হিন্দির পাশাপাশি তেলেগু অভিনেতা বরুণ তেজের সঙ্গেও একটি সিনেমা করছেন তিনি।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে