ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

সালমান শাহ’র ভাইরাল ছবির পেছনের ঘটনা

২০২৩ আগস্ট ২৮ ১৯:১৪:৪৭
সালমান শাহ’র ভাইরাল ছবির পেছনের ঘটনা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামে একজন এআই প্রোমোটার ইঞ্জিনিয়ার। পেশায় তিনি বাটা শু এর জেনারেল ম্যানেজার।

প্রয়াত এই অভিনেতার ছবি ফেসবুকে পোস্ট করে রাজীব ক্যাপশনে লিখেছেন, "বাংলাদেশ প্রস্তুত হও।" ফ্যাশন আইকন সালমান শাহ আবার ফিরে আসছেন...' মুহূর্তেই তার পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। চার হাজার সাতশটি শেয়ারের পাশাপাশি, পোস্টটি ৪৫৩টি মন্তব্য পেয়েছে। মন্তব্যকারীদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন- কেন প্রস্তুতি নিতে বলা হলো? সালমান শাহকে ঘিরে কী ঘটতে যাচ্ছে?

প্রশ্নের উত্তর জানতে রাজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে এআই ব্যবহার করে সালমান শাহ’র আরও ছবি আসবে। সেগুলো দেখার জন্যই সবাইকে প্রস্তুত হতে বলেছেন। কোনো সিনেমা, বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহারের কথা মাথায় রেখে এই ছবি তৈরি করেননি তিনি।

আসলে আগামী সেপ্টেম্বরে এই অভিনেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষেই সালমান শাহ’র ভক্তরা রাজিবকে ছবি বানাতে অনুরোধ করেছেন। পরে রোববার (২৭ আগস্ট) রাতে সালমান শাহ’র ছবি পোস্ট করে ব্যাপক সাড়া পান এই ছবির কারিগর।

শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে